যুক্তরাষ্ট্র প্রবাসী মতলব সমিতির বনভোজন


প্রকাশিত: ১১:২৩ এএম, ১৮ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্র প্রবাসী মতলব সমিতির উদ্যোগে গত ১৪ আগস্ট বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ওই দিন সকালে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলীন থেকে শত শত মতলববাসী লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে উপস্থিত হলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Motlob

বেলা ১১টায় বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, মেহেদী আহসান, ফারুক পাটোয়ারী, ইঞ্জিনিয়ার সাইদ, মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস মিজি, গোলাম রহমান সরকার, মিঞা  হারুন অর রশিদ, ভাষা সৈনিক সামছুল হক, মানিক মিয়া, মো. মহসিন, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য কাশেম চৌধুরী, শাপলা ওয়েল ফেয়ারের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর ইকরাম, সংগঠনের প্রতিষ্ঠাতা এম কবির রতন, সাইদ ইলিয়াস, সভাপতি সাকিল মিয়া, সাধারণ সম্পাদক মিঞা ওবায়েদুর রহমান লিটন, আহ্বায়ক ফয়েজ উল্লাহ, সদস্য সচিব নাজির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অপু হোসেন, যুগ্ম সদস্য সচিব রাবেয়া বরসী, রবিউল আলম, এম কে আলম, সরোয়ার ফারুক হোসেন, গৌতম সরকার, জিল্লুর রহমান,  হুমায়ুন কবির, মিয়া সোমেল ও নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

Motlob

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি, শাপলা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েটস ইউএসএসহ অন্যান্য সংগঠনের নেতারা।

বনভোজনে আগত শত শত মতলববাসীর করতালির মাঝে শান্তির বার্তা নিয়ে উদ্বোধনী ফেস্টুনসহ বেলুন দূর আকাশে মিলিয়ে যায়। এরপর সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক ভবতোষ সাহা।

এমএমজেড/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]