আমিরাতে ৯ প্রবাসী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৯ জন প্রবাসী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার দেশটির রাজধানী আবুধাবির ফুটল্যান্ড হোটেল হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- আ ক ম আবুল হাসেম, এ কে এম আজিজুল হক, জাকের হোসেন, মোহাম্মদ নুরুল আবছার, ল্যান্স নায়ক (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম, হরিপদ দে, মোহাম্মদ নুরুল আলম নুরু, মোহাম্মদ জহুর আলী ও মাহাবুবুল হক।
মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব হাসান হৃদয়ের পরিচালনায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম।
এ সময় আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ এমরান, দুবাই চিড়িয়াখানার পরিচালক ড. রেজা খান, আবুধাবি শেখ জায়েদ ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাবিবুল হক খন্দকার, অধ্যাপক রায়হান জামিল, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী বাবুল, আবুধাবি বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসানসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমএমএ