জেদ্দায় নোয়াখালী প্রবাসী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের ইফতার

জেদ্দায় নোয়াখালী প্রবাসী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আজিজিয়া কাবাবিশ হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহজাহানের পরিচালনায় নোয়াখালী প্রবাসী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের সভাপতি রওশন জামিল শিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহজাহান (ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি)।
এতে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আহমেদ আলী মুকিব (বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সভাপতি), আলহাজ আবদুর রহমান (বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা) আব্দুল জলিল (সিনিয়র সহ-সভাপতি সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি), মীর মনিরুজ্জামান তপন (সাধারণ সম্পাদক সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি), এম এ আজাদ চয়ন (আহ্বায়ক জেদ্দা মহানগর বিএনপি)
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রবাসী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের উপদেষ্টা এস এম সেলিম রেজা ও কেপায়েত উল্লাহ সিআইপি ও বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের উপদেষ্টা আবদুল মান্নান, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শিবলু, সদস্য সচিব গাজী সাহেদ, আনোয়ার হোসেন রাজু, মিজান রাজা, মনির হোসেন, সাইফুল ইসলাম কিরন, সাফায়েত, ওয়াহিদ প্রমুখ।
এমআরএম/আরআইপি