সৈয়দ আশরাফের স্মরণে জর্ডানে দোয়া মাহফিল

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১২ জানুয়ারি ২০১৯

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) আম্মানের অহেদাতের স্থানীয় হলে আয়োজিত হয়।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মহিউদ্দিন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি রেজাউল করিম জিয়ার সভাপতিত্বে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ এস শ্যামল সরকার, সহ-সভাপতি শরিফুল ইসলামের (বিপ্লব) যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি জামাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সোহেল হাকিম, স্বপন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক কোহিনুর রহমান, অহিদ পাটোয়ারী, সোহাগ মিয়া, কিবরিয়া মুন্সি।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম (জিয়া) দোয়া মাহফিলে সবাইকে ধন্যবাদ জানান। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ এস শ্যামল সরকার, সৈয়দ আশরাফুল ইসলামের রাজনৈতিক জীবনী বর্ণনা করেন।

এ ছাড়া তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জর্ডান প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জর্ডানের আম্মান, আলদুলাল, আল হাসান, আলতাজুমা, সাহাব, ইরবিদ, আকাবাসহ বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কবির হোসেন সেলিম, জর্ডান থেকে/এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com