কুয়েতে মীরসরাই সমিতির পুনর্মিলনী

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৭ এএম, ০৭ জুন ২০১৯

 

কুয়েতে মীরসরাই সমিতির উদ্যোগে ঈদ উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদ পরবর্তীতে দৃষ্টিনন্দন বিশ্বের সর্বোচ্চ দীর্ঘ কুয়েতের শেখ জাবের কসওয়ে সেতু ও সার্ক টাওয়ারে ঈদ উৎসবের আয়োজন করা হয়।

southeast

দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মীরসরাই সমিতির নেতারা।

সংগঠনের সভাপতি রহিম উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় পুনর্মিলনীর উপস্থিত ছিলেন এনাম হোসেন, হুমায়ন কবির।

southeast

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম, মোহাম্মদ ফয়সাল, আবুল হাসেম, মো. রাসেল, গিয়াস উদ্দিন, সাইফুদ্দিন, নাজিম উদ্দিন, সাহাব উদ্দিন, শায়েস্তা খান, নুরুল আজিম, মারুফসহ কার্যকরী কমিটির সদস্যরা ও কুয়েতস্থ মীরসরাই প্রবাসীরা উপস্থিত ছিলেন।

southeast

সুবিয়া ও বুবিয়ান নামে দেশটির উপকূলীয় শহরের দ্বীপ ঘুরে সন্ধ্যায় সার্ক টাওয়ারে সমুদ্র পাড়ে প্রাকৃতিক পরিবেশের মীরসরাই সমিতির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে মুক্ত আলোচনা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]