কাতারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯ এএম, ২৫ মে ২০২০

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রোববার (২৪ মে) দেশটির জাতীয় মসজিদে মাত্র ৪০ জন নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া আর কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

এদিকে মহামারি করোনাভাইরাসের কারণে বাসায় ঈদের নামাজ আদায় করেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। কাজ না থাকায় ঈদ উপলক্ষে দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে পারেননি তারা। কেউ আবার দেশ থেকে খরচের টাকা এনে চলছেন।

jagonews24

কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী বলেন, কাতার সরকারের করোনা বিস্তার ঠেকাতে ও মানুষের জীবন বাঁচাতে ঈদের নামাজ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাশাপাশি জীবনে এই রকম ঈদ করেননি বলেও জানান কমিউনিটির এই প্রবীণ নেতা।

দেশটিতে করোনাভাইরাসে ৬ বাংলাদেশিসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৪ হাজার মানুষ। ৯ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

এমএসএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]