টেনেরিফ দ্বীপে স্পেন বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১২ জুলাই ২০২০

হাসান খান, টেনেরিফ স্পেন থেকে

স্পেনের দক্ষিণ টেনেরিফ দ্বীপে দুই দিনব্যাপী প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেয়া হয়েছে। ওই সময় টেনেরিফসহ আশপাশের আরও কয়েকটি এলাকার প্রবাসীরা সেবা নিতে আসেন।

১১ জুলাই ও রোববার টানা দুই দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে ২টা ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং রোববার সকালে একই সময় শুরু করে দুপুর একটা পর্যন্ত বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।

এর মধ্যে স্পেনে সদ্য ভূমিষ্ঠ শিশুদের পাসপোর্টের আবেদন, নবায়ন, বাংলাদেশি বংশোদ্ভূত স্পানিস নাগরিকদের ভিসার আবেদন গ্রহণসহ অন্যান্য সেবা প্রদান করা হয়। এতে দূর-দূরান্ত থেকে আগত বাংলাদেশিরা সুন্নাহ মসজিদ সংলগ্ন একটি হল রুমে এসে কাঙ্খিত সেবা গ্রহণ করেন।

সেবা দেন মাদ্রিদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আমির হোসেন। সেবা প্রদানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন টেনেরিফ কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, সাইদ আহমেদ, হাসান (ভাগিনা) প্রমুখ উপস্থিতি ছিলেন।

দূতাবাসের এক নোটিশে বলা হয়েছে, পরবর্তী সময়ে সেবা পেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা মাদ্রিদ বাংলাদেশ দূতাবাস থেকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিস্তারিত তথ্য জানতে পারবে।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]