চলাচলের নিয়ম লঙ্ঘন : মালয়েশিয়ায় গ্রেফতার ৬১৭ জন, রিমান্ডে ২০
মালয়েশিয়ায় কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) চলাকালীন বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে ৬১৭ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জনকে রিমান্ডে নেয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দেশটির সংবাদ মাধ্যম মালায় মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে গ্রেফতারের কারণ হিসেবে বলা হয়েছে, আরএমসিও বিধিনিষেধ উপেক্ষা করে নাইট ক্লাব পরিচালনা, সামাজিকতা দূরত্ব না মানা, বিভিন্ন স্বাস্থ্যবিধি না মানার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে এর মধ্যে কতজন অভিবাসী রয়েছেন এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।
দেশটির সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, ৪ হাজার ২৩৮টি শপিং মল, ৫ হাজার ৯০২টি রেস্টুরেন্ট, এক হাজার ২২৫টি কারখানা, ৩ হাজার ৬৩৪টি ব্যাংক, ৬৮২টি সরকারি কার্যালয়, এক হাজার ২০৫টি স্থলক্ষেত্র, ২৩২টি জলসীমায়, ৮৮টি এয়ার টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সারা দেশে ৬৭টি রোড ব্লক দিয়ে ৩৪ হাজার ২২৪টি যানবাহন তল্লাশি করা হয়েছে।
আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, ১৩৪টি জোনে ৯ হাজার ৩৭৬টি স্থানে স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এফআর/জেআইএম