মদিনায় করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০

সৌদি আরবের মদিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. গোরফান (৬০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে দেশটির মদিনা শহরে প্রিন্স আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, মৃত মো. গোরফানের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া গ্রামে। গোরফানের ছেলে আবদুল হালিম জানান, বাবা সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সরকারি আনুষ্ঠানিকতা শেষে সৌদি সরকারের ব্যবস্থাপনায় সেখানে তার জানাজা ও দাফন আজ হতে পারে বলে জানান তিনি।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com