কাতার প্রবাসীর বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২১

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মঞ্জুর পিতা সাবেক কাতার প্রবাসী আলহাজ নুর মোহাম্মদ সওদাগরের মৃত্যুতে দোয়া মাহফিল করেছে আওয়ামী যুবলীগ কাতার শাখা।

স্থানীয় সময় সোমবার (২৫ জানুয়ারি) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আশরাফ হোসাইন দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মঞ্জুর, সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি আতিকুল মাওলা মিঠু, সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ এইচ মামুন, সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, জাবেদ হোসেন, মোজাম্মেল হোসেন সোহাগ।

jagonews24

এছাড়াও উপস্থিত ছিলেন নিয়াজ কবির চৌধুরী, পারভেজ নুর, কামাল রাজিব রাজু, মেহেদী হাসান, কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাতার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রনি, সাংবাদিক এম এ সালাম, সাংবাদিক আমিন ব্যাপারী, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, সাংবাদিক মোশারফ হোসেন জনী প্রমুখ।

অনুষ্ঠান শেষে মরহুম আলহাজ নুর মোহাম্মদ সওদাগরের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]