প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার দাবি
দেশে ছুটিতে থাকা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার দাবি তুলেছেন মালয়েশিয়া প্রেসক্লাবের নেতারা। ১৪ ফেব্রুয়ারি মালয়েশিয়া সময় রাত ৯টায় বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নিয়মিত আয়োজন ‘নতুন শ্রম বাজার ও ছুটিতে থাকা প্রবাসীদের বাস্তবতা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি করেন নেতারা।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব। তিনি বলেন, সরকারের কাছে আমরা প্রবাসীদের হয়ে একটা দাবি রাখতে পারি যে বাংলাদেশে, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা ও জনপ্রতি প্রতিনিধিদের পাশাপাশি ছুটিতে এসে আটকা পড়া প্রবাসীদেরকে যেন অগ্রধিকার ভিত্তিতে করোনা টিকা প্রদান করা হয়।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে অনেক দেশই ছুটিতে থাকা কর্মীদের ফিরিয়ে নেওয়ার সুযোগ দিতে পারে। সেক্ষেত্রে ঠিকা দেয়া থাকলে তাদের জন্য অনেকটা সহজতর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় ছিলেন, ফোরাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বায়রার সাবেক সাংস্কৃতিক সচিব কে এম মোবারক উল্ল্যাহ, বাংলা ভিশনের অভিবাসন বিষয়ক সাংবাদিক, মিরাজ হোসেন গাজী।
বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়ার সহ-সভাপতি শেখ আহমাদুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট কবি জহির শাদাত।
ভার্চুয়াল আলোচনা সভা চলাকালীন একজন প্রবাসী কমেন্টে জানান, দীর্ঘদিন প্রবাসে থাকায় জাতীয় পরিচয়পত্র করতে পারেননি। পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিতে পারেন সেক্ষেত্রে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ওই প্রবাসী।
উল্লেখ্য, মালয়েশিয়ায় গত বছরের মার্চ মাস থেকেই করোনাভাইরাস শনাক্ত হলে সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে লকডাউনসহ বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে সরকার। তারই ধারাবাহিকতায় অনেকেই ছুটিতে গিয়ে আর ফিরে আসতে পারেননি কর্মস্থলে।
অন্যদিকে ছুটিতে থাকা প্রবাসীরা জানেন না কবে তাদের কর্মস্থলে আসতে পারবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে এমনটি ধারণা করা হচ্ছে।
এমআরএম/এমকেএইচ