সংক্রমণরোধে মালয়েশিয়ায় ফের বিধিনিষেধ জারি

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২২ মে ২০২১

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে আবারও বিধিনিষেধ জারি করেছে মালয়েশিয়া। আর এ বিধিনিষেধ আগামী ৭ জুন পর্যন্ত জারি থাকবে।

এমনটিই জানিয়েছেন, দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব। শনিবার (২২ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলমান থাকবে। এর আওতায় সাড়ে ৭ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং ৬.১ মিলিয়ন বেসরকারি খাতের কর্মকর্তা ও কর্মচারী কাজ করবেন। গণপরিবহন বাস ও এলআরটি ৫০ ভাগ চলাচল করবে। অব্যাহতভাবে করোনা সংক্রমণের সংখ্যা কমাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দেশের অর্থনীতি হুমকিতে এবং জনগণের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হওয়ার শঙ্কায় সারাদেশজুড়ে কঠোর লকডাউন চাপানো হচ্ছে না।

এখন থেকে চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও ৩.০) চলমান লকডাউনে অন্যন্য বিধিনিষেধের পাশাপাশি সরকারি খাতে ৮০ ভাগ কর্মচারী এবং বেসরকারি খাতের ৪০ ভাগ কর্মচারী ঘরে থেকে কাজ করবেন বলে এ আদেশ জারি করা হয়েছে।

jagonews24

দেশব্যাপী কঠোর লকডাউন দিয়ে গত বছরের মার্চ এপ্রিলের মতো সবকিছু বন্ধ করে দিয়ে সবাইকে ঘরে থাকতে হবে এমন আশঙ্কার পর শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা এতে রাজি হননি।

তারা বলেন, যদি এমনটা করা হয় তাহলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে পাশাপাশি সাধারণ জনগণ তাদের কাজ হারিয়ে আর্থিক সংকটে পড়বে এবং শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। শনিবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণহানি ঘটেছে ৫০ জনের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২,১৯৯ জন। এছাড়া একদিনে আক্রান্ত হয়েছেন ৬,৩২০ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন, ৫ লাখ ৫ হাজার ১১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন, ৪ লাখ ৪৯ হাজার ২৩৪ জন।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]