পর্তুগালে প্রাণে প্রাণ মেলালেন প্রবাসী বাঙালিরা
প্রায় দুই বছর করোনার বিধিনিষেধ থাকার কারণে কঠোর লকডাউনের মধ্যে বিরক্তিকর সময় কাটাতে হয়েছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের। সম্প্রতি লকডাউনসহ নানা বিধিনিষেধ তুলে দেওয়ার কারণে সবার মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য।
দীর্ঘদিনপর হলেও পর্তুগালের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পর্তুগাল’ এর উদ্যোগে প্রবাসের মাটিতে বিনোদন এবং বাঙালিদের এক মিলনমেলা হয়েছে আনন্দভ্রমণ উপহার দেওয়ার মাধ্যমে।
সম্প্রতি রাজধানী লিসবন থেকে প্রায় ৪০-৫০ জন বাংলাদেশি প্রবাসীকে নিয়ে সকাল নয়টায় বাসপথে ছুটে চলেন ভিলামোড়ার উদ্দেশ্য। যাত্রাপথে চারদিকের প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবাইকে বিমোহিত করেছে। চলন্ত বাসে লিসবন শিল্পীগোষ্ঠীর শিল্প সোহাইল আহমেদ ও আনোয়ার হোসাইনের মন মাতানো গানের ছন্দে হারিয়ে যায় সবাই।
৩৫০ কিলোমিটার দূরের রোদেলা আকাশের সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ মনোমুগ্ধকর করে রেখেছিল সবাইকে। সবার অংশগ্রহণে বনভোজনকে ঘিরে ছিল কৌতুক, কুইজ প্রতিযোগিতা, হাড়ি ভাঙাসহ নানা আয়োজন। সমুদ্র গোসল, মধ্যাহ্নভোজ এবং সংক্ষিত আলোচনা শেষে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ণাঢ্য বনভোজন শেষে বিকেলে ক্লান্ত দেহ নিয়ে বাস ছুটে চলে আসে প্রাণের শহর লিসবনের উদ্দেশ্যে।
এমআরএম/জেআইএম