ইস্তাম্বুলে আটকেপড়া সেই বাংলাদেশি ফিরলেন অবশেষে

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

ইস্তাম্বুলে ছয়দিন আটকে থাকা ইতালিপ্রবাসী মো. দিদারুল আলম রোম বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামে নিজ বাড়িতে পৌঁছেছেন।

জানা গেছে, দিদারুলের মানসিক সমস্যা ছিল। গত ৬ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রোম বিমানবন্দর ত্যাগ করেন। তুর্কি বিমানবন্দর ইস্তাম্বুলে পৌঁছালে তার পাসপোর্ট হারিয়ে যায়। এরপর সেখানে আটকে পড়েন তিনি। ছয়দিন পর রোম বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় অবশেষে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে রোমে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম কল্যাণ) মো. এরফানুল হক জাগো নিউজকে বলেন, বিষয়টি দূতাবাসকে গত ৯ সেপ্টেম্বর অবগত করেন কমিউনিটির এক নেতা। এরপর রোমের বাংলাদেশ দূতাবাস দ্রুত ব্যবস্থা নিয়ে তুর্কিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং টার্কিশ এয়ারলাইন্সের সার্বিক সহযোগিতায় ১১ সেপ্টেম্বর তাকে বিমানবন্দরে শনাক্ত করা হয়।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর ইস্তাম্বুল বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে ট্রাভেল পাস ইস্যু করা হয়। ১৩ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ যেতে সক্ষম হন। আমরা সর্বদা চেষ্টা করি প্রবাসীদের জন্য সহযোগিতার হাত বাড়াতে। তাদের সমস্যা নিরসনে দূতাবাস সবসময় পাশে থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com