বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি অধ্যাপক

মনির হোসেন
মনির হোসেন মনির হোসেন , পর্তুগাল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১৬ নভেম্বর ২০২১

বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। মূলত ১৯৬৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রকাশিত বিশ্বের ছয় মিলিয়ন বিজ্ঞানীর বিভিন্ন গভেষণা বিশ্লেষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়। গত ১৯ অক্টোবর এ তালিকা প্রকাশিত হয়।

পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক বাংলাদেশি বিজ্ঞানী সোহেল মুর্শেদ টানা তৃতীয় বারের মতো মর্যাদাপূর্ণ শীর্ষ এ স্থানটি দখল করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের রচেস্টার ইনস্টিটিউট অন টেকনোলজিতে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

প্রকাশিত এ গবেষণায় পর্তুগালের ৭০৩ জন গভেষকের মধ্যে ৫২তম স্থান দখল করেছেন সোহেল মুর্শেদ। এ পর্যন্ত ১০টি বই ছাড়াও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নাল এবং কনফারেন্সে মোট ১৮০টি গভেষণাপত্র প্রকাশ পেয়েছে তার। ২০২০ সালে তিনি এএসইএম-ডিইউও অধ্যাপনায় ফেলোশিপ পুরস্কার পান। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউরোপীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে ও তিনি পর্তুগালকে প্রতিনিধিত্ব করেন।

সোহেল মুর্শেদ নিয়মিতভাবে একাধিকবার ইউরোপীয় কমিশনের বিশেষজ্ঞ পর্যালেচক হিসেবে কাজ করেন। বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নাল এবং সংস্থার সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

এসব বিষয়ে সোহেল মুর্শেদ জানান, অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। এ অর্জন আমার একার নয়, পুরো বাংলাদেশের। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আশা করি বিদেশে বাংলাদেশিরা এভাবেই দেশের ভাবমূর্তি প্রতিনিয়ত উজ্জ্বল করবে।

কেএসআর/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]