২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় চেরি উৎসবের সময়সূচি

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

রাশিদুল ইসলাম জুয়েল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি

বসন্ত মানেই প্রকৃতির ছোঁয়া। গাছে গাছে নতুন পাতা, রং-বেরংয়ের ফুল। কোরিয়ায় বসন্ত ঋতুতে কোনো কিছুর কমতি থাকে না। এ সময়ে কোরিয়ায় চেরি ফুলের আকর্ষণীয় রূপে ছেয়ে যায় রাস্তা-ঘাট চারপাশ।

বিজ্ঞাপন

চেরি ফুলটি সাধারণত জাপানের সঙ্গে সম্পর্কিত। জাপানি ভাষায় এই ফুল ‘সাকুরা’ নামে পরিচিত। কোরিয়ান ভাষায় একে বলা হয় ‘ফৎ কোছ’। ‘ফৎ’ মানে চেরি গাছ আর ‘কোছ’ শব্দের অর্থ হল ‘ফুল’।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রকৃতির এমন সৌন্দর্যকে আরেকটু রঙিন করে রাঙ্গাতে কোরিয়ায় বিভিন্ন জায়গায় চেরি উৎসব উদযাপন করা হয়ে থাকে। অবস্থানগত তারতম্যের কারণে এই উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়ে থাকে।

দক্ষিণ কোরিয়াতে কোন স্থানে কোন সময়ে সবচেয়ে বেশি সুন্দর দৃশ্য দেখা যাবে:

সিউল: শুরু মার্চ ২৮, ইনছন: শুরু এপ্রিল ৩, ছোংজু: শুরু মার্চ ২৭, দেজন: শুরু মার্চ ২৭, জনজু: শুরু মার্চ ২২, গোয়াংজু: শুরু মার্চ ২২, ছুনচন: শুরু এপ্রিল ৫, গাংনুং: শুরু মার্চ ৩১, দেগু: শুরু মার্চ ২৬, গিয়ংজু: শুরু মার্চ ২৪, বুসান: শুরু মার্চ ২৪, জিনহে: শুরু মার্চ ২১, হোয়াগে: শুরু মার্চ ২১, জেজু দ্বীপ: শুরু মার্চ ২০।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

উৎসব শুরু হওয়ার ৪-৭ দিন পর চেরি ফুলের ভরা মৌসুম হয়ে থাকে।

১৯৫২ সালের ১৩ এপ্রিল, কোরিয়ার ‘জাতীয় নায়ক’ অ্যাডমিরাল ইছান-শিনের স্মরণে সর্বপ্রথম খুব ছোট পরিসরে এই উৎসব শুরু হয়। সময়ের সাথে সাথে এই উৎসব এখন বিশ্বব্যাপী বিখ্যাত উৎসব, যেখানে প্রতি বছর ২০ লাখ পর্যটক ভ্রমণ করে থাকে।

বিজ্ঞাপন

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com