রোমে প্রবাসীকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

ইতালির রোমে বাংলাদেশ প্রবাসীকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) স্থানীয় একটি রেস্টুরেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রবাসীকল্যাণ পরিষদের সভাপতি অলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (বিপিকেপি) মোজাম্মেল হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসিফ আনাম।

আসিফ আনাম বলেন, দূতাবাসের কিছু বিষয় নিয়ে প্রবাসীদের আপত্তি রয়েছে। এছাড়া প্রতি শুক্রবার অ্যাপয়ন্টমেন্ট চালু করার পর প্রবাসীরা তারিখ পেয়ে সেবা নিচ্ছে তবে বিভিন্ন কারণে একাধিক অ্যাপয়ন্টমেন্ট ব্লক করার বিষয়টি আমাদের নজরে এসেছে। দূতাবাসের নিরাপত্তাকর্মীরা বিষয়টির ওপর কড়া নজরদারি করছেন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।

jagonews24

বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক প্রটোকল কর্মকর্তা মো. ফয়সাল আহমদ অয়েছ বলেন, এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্রমন্ত্রী সবসময় প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে বর্তমানে প্রবাসীদের প্রতি অনেক খেয়াল রাখা হচ্ছে তাদের যেকোনো সেবার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট যত্নবান। মন্ত্রণালয়ে প্রবাসীদের দেখবাল করার জন্য নির্দেশ দেওয়া আছে। এখন সেবার মান অনেক বেড়েছে। নিয়মিত সমস্যাও সমাধান করা হচ্ছে।

ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম বলেন, প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশিদের বসবাস ইতালিতে পুনরায় রোম ঢাকা রোম ফ্লাইট চালু করার এ বিষয়ে কয়েকদিন আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপির সঙ্গে এই সংগঠনের নেতাদের একটি ফলপ্রসূ আলোচনা করা হয়েছে বলে তা প্রকাশ করেছেন।

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম-কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী। বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেনের রাজনৈতিক প্রটোকল কর্মকর্তা মো. সোহাগ আহমেদ অয়েছ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইতালি বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি নায়েব আলী, নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি জাহাঙ্গীর আলম, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি, বিশ্বসঙ্গীত কেন্দ্র ইতালির প্রতিষ্ঠাতা কাজী জাকারিয়া, দৈনিক জন্মভূমি সম্পাদক বেলাল হোসেন, বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালি সদস্য সচিব এ কে আজাদ, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সহ-সভাপতি রুবেল আহমেদ, ভিক্টোরিয়া বাজার ব্যবসায়ী সমিতি ইতালি সাধারণ সম্পাদক তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল, ইসলামি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশীদ রাজী।

jagonews24

সংগঠনের নেতাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ-সভাপতি লায়লা শাহ, হাসাদুর রহমান হান্নান, শরীফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার, আশরাফুল আলম রিকন, কোষাধক্ষ্য লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক খান রবিন, মহিলা সম্পাদিকা আখি সীমা কাওসার, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, সদস্য শাহীন খলিল কাওসার, নাজমুল আহসান তুহিন, আমিনুল ইসলাম রাসেল, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি, মহিলা সংস্থা ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, পাবনা জেলা সমিতিসহ রোমের আরও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় সংগঠনের নেতা উপস্থিত ছিলেন।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]