গ্রিসে পোলিশ নারী নিখোঁজ, বাংলাদেশি গ্রেফতার

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭ পিএম, ১৮ জুন ২০২৩
নিখোঁজ প্যাট্রিসিয়া রুবিনস্কা

গ্রিসের কোস দ্বীপ থেকে প্যাট্রিসিয়া রুবিনস্কা (২৭) নামে পোল্যান্ডের নারী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসাবে ৩২ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষীদের বক্তব্য এবং এলাকার নিরাপত্তা ক্যামেরা থেকে ভিডিও সংগ্রহের পর ওই বাংলাদেশিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ জুন) দেশটির কোস দ্বীপ নামক জায়গা থেকে ওই নারী নিখোঁজ হন।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটিতে বলা হয়েছে, গ্রেফতার ওই বাংলাদেশি ঘটনার পরে দ্বীপটি ছেড়ে ইতালি যাওয়ার জন্য টিকিট কিনেছিলেন। পুলিশ তার পালানোর আগেই গ্রেফতার করেছে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে, পাকিস্তান ও বাংলাদেশের পাঁচজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর চারজনকে ছেড়ে দিয়ে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার বাংলাদেশির নাম ও পরিচয় জানা যায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

পুলিশ, গোয়েন্দা, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবক গোষ্ঠীর অংশগ্রহণে আনাস্তাসিয়া-প্যাট্রিসিয়ার জন্য অনুসন্ধান পুরোদমে চলছে, এমনকি ড্রোন ব্যবহার করেও তাকে খোঁজা হচ্ছে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com