মিশরে ‘আশেকে রাসুল’ সংগীতানুষ্ঠানে ৩ বাংলাদেশি

আফছার হোসাইন
আফছার হোসাইন আফছার হোসাইন কায়রো-মিশর থেকে
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৯ জুলাই ২০২৩

ইসলামী সভ্যতা ও সাংস্কৃতির লীলাভূমি মিশরের ইসলামিক কায়রোতে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর আন্তর্জাতিক ইসলামী সংগীতানুষ্ঠান আশেকে রাসুল সন্ধ্যা।

প্রতি বছরের মতো এবারও এরাবিক নববর্ষ ‘হিজরী ১৪৪৫ সাল’ পদার্পণ উপলক্ষে সোমবার (১৭ জুলাই) রাজধানী কায়রোর প্রসিদ্ধ আল আজহার এলাকায় ঈল-গহুরী সাংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত ‘আশেকে রাসুল’ ইসলামী নাশিদ কনসার্টে অংশ নেয় বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়টি মুসলিম দেশের শিল্পীরা।

বিজ্ঞাপন

মিশরের সাংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের উপস্থিতিতে ইসলামী সংগীতানুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় রাত ৮টায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পবিত্র কুরআনের সুমধুর তেলাওয়াত, মহান আল্লাহর প্রশংসায় খঞ্জনী (দফ)’র তালে তালে ইসলামী সংগীতের সুরের মূর্ছনায় মেতে উঠে পুরো ঈল- গহুরী প্রাঙ্গণ।

মিশর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের সুফি সংগীত শিল্পীদের সঙ্গে অংশ নেয় বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিন বাংলাদেশি শিক্ষার্থী রেজাউর রহমান আহমদী, আমিন রেজা ও জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিশরের জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী শায়খ হুসাইন আল বাইয়ুমী, ইন্দোনেশিয়ান সঙ্গীত শিল্পী মোখলেস লাতাসি, থাইল্যান্ডের সঙ্গীত শিল্পী মো. আমিরির দলের সঙ্গে বাংলাদেশের রেজাউর রহমান আহমদীর দলের সংগীত পরিবেশনায় মুগ্ধ হয় হাজারো দর্শক।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনুষ্ঠানে মিশরের সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ ব্যক্তিসহ উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া, থাইল্যান্ডেসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধি।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com