গ্রিসে ট্রান্সজেন্ডার নারী হত্যার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮ পিএম, ২০ জুলাই ২০২৩
ছবি- সংগৃহীত

গ্রিসে ট্রান্সজেন্ডার নারীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে কিউবান ট্রান্সনারী আনা ইভানকোভাকে (৪৬) হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গ্রিসের স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, ১০ জুলাই রাজধানীর অ্যাজিওস আজিওস প্যানটেলিমোনাসে এলাকার ফিলিস অ্যান্ড ম্যাগনিসিয়াস স্ট্রিটের নিজ বাসায় খুন হন আনা ইভানকোভা।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে আনা ইভানকোভার দেহে ১৫টি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। তদন্তে উঠে আসে, হত্যার দিন সন্দেহভাজন বাংলাদেশি ইভানকোভার বাসায় গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে তার আঙুলের ছাপ পাওয়া গেছে।

ভাড়া আদায়ের জন্য আনা ইভানকোভার অ্যাপার্টমেন্টে গিয়ে বাড়িওয়ালা প্রথমে তাকে হত্যার বিষয়টি বুঝতে পারেন। তিনি ওই অ্যাপার্টমেন্টের জানালা খোলা পান। নিজের কাছে থাকা চাবি নিয়ে ঘরে প্রবেশ করার পর তিনি আনা ইভানকোভার মরদেহ দেখতে পান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এদিকে হত্যার অভিযোগ অস্বীকার করে বাংলাদেশি দাবি করেছেন, তিনি নিহত ওই নারীকে চেনেন না বলে জানিয়েছেন পুলিশকে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com