মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধসের ঘটনায় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৫ এএম, ০১ ডিসেম্বর ২০২৩

মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবণ ধসের ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। ভবণে কর্মরত তিন বাংলাদেশি নিহত এবং দুইজন আহতের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নির্মাণ প্রকল্পের কর্তৃপক্ষ তিতিজায়া ল্যান্ড বেরহাদ।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পেনাংয়ের বায়ান লেপাসে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তিতিজায়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দাতুক লিম পোহ ইয়েট এই ঘোষণা দেন।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার সময় ভবনের ছাদ ধসে পড়ার ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে তার সংস্থা। এতে কারো দ্বারা গাফিলতি কিংবা অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

এখন করণীয় হচ্ছে সংশ্লিষ্টদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা, শোকাহত পরিবারগুলোকে সহায়তা দেওয়া এবং এই চ্যালেঞ্জিং সময়ে পাশে থাকা। আমরা নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের জন্য আমাদের আন্তরিক উদ্বেগ প্রকাশ করছি।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে দুর্ঘটনাস্থলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাইটের সমস্ত কাজ স্থগিত করা হয়েছে এবং গ্রুপটি দ্রুত ও দক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান নিশ্চিত করতে ঠিকাদার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং চিকিৎসা কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯.৫৮ মিনিটের ঘটনায়, নির্মাণাধীন লজিস্টিক গুদামটির ছাদ ধসে পড়ে তিন বাংলাদেশি শ্রমিক নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্মাণের স্থানটি পেনাংয়ের দক্ষিণ অংশে অবস্থিত এবং ভবনটি অফিস স্থান, পার্কিং এবং একটি গুদামসহ একটি তিনতলা লজিস্টিক ব্যবসায়িক কমপ্লেক্স নির্মাণের কাজ চলছিল। পরে ৪ নিখোঁজের কথা শোনা গেলেও পুলিশ জানায় তারা দুর্ঘটনা ঘটার পর ভয়ে পালিয়ে গিয়েছিলেন, পুলিশ অভিযান চালিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিখোঁজ ৪ বাংলাদেশির খোঁজ পাওয়ায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এদিকে মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন নিহত বাংলাদেশি কর্মীদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে হাইকমিশন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়েও কাজ করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com