নানুপুরের বার্ষিক মাহফিল ১ ও ২ ফেব্রুয়ারি

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর-এর ২ দিন ব্যাপী বাষির্ক মাহফিল ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে । ২ ফেব্রুয়ারি বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া দ্বীন ও ইসলামের খেদমতে নিয়োজিত। মাদরাসা ছাড়াও দেশব্যাপী চলছে দ্বীনের দাওয়াত ও জোড়।
সারা বাংলাদেশের দ্বীন ও ইসলাম প্রিয় মুসল্লিদের আত্মিক প্রশান্তি ও মাদরাসার বার্ষিক মাহফিল উপলক্ষে ২ দিনব্যাপী ইলমে দ্বীনের আলোচনা, জিকির-আজকার চলবে। দেশের প্রখ্যাত আলেম-ওলামাগণ এ দ্বীনি মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
আধ্যাত্মিক নসিহত পেশ করবেন বর্তমান গদ্দীনশীন পীর হজরত মাওলানা আল্লামা সালাহউদ্দীন সাহেব। ২ ফেব্রুয়ারি জুমআর নামাজের পর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন তিনি।
উল্লেখ্য যে, আগামী ১৩ এপ্রিল ২০১৮ জুমাবার খতমে বুখারি উপলক্ষ্যেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এমএমএস/জেআইএম