নানুপুরের বার্ষিক মাহফিল ১ ও ২ ফেব্রুয়ারি

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর-এর ২ দিন ব্যাপী বাষির্ক মাহফিল ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে । ২ ফেব্রুয়ারি বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া দ্বীন ও ইসলামের খেদমতে নিয়োজিত। মাদরাসা ছাড়াও দেশব্যাপী চলছে দ্বীনের দাওয়াত ও জোড়।

বিজ্ঞাপন

সারা বাংলাদেশের দ্বীন ও ইসলাম প্রিয় মুসল্লিদের আত্মিক প্রশান্তি ও মাদরাসার বার্ষিক মাহফিল উপলক্ষে ২ দিনব্যাপী ইলমে দ্বীনের আলোচনা, জিকির-আজকার চলবে। দেশের প্রখ্যাত আলেম-ওলামাগণ এ দ্বীনি মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

আধ্যাত্মিক নসিহত পেশ করবেন বর্তমান গদ্দীনশীন পীর হজরত মাওলানা আল্লামা সালাহউদ্দীন সাহেব। ২ ফেব্রুয়ারি জুমআর নামাজের পর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য যে, আগামী ১৩ এপ্রিল ২০১৮ জুমাবার খতমে বুখারি উপলক্ষ্যেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।