হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ২০১৮ শুক্রবার

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ১৮ জানুয়ারি ২০১৮

উম্মুল মাদারিসখ্যাত উপমহাদেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম। মাদরাসাটির বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন ২০১৮ আগামি ১৯শে জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।

প্রাচীনতম এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল আয়োজনের প্রস্তুতির কাজও ইতিমধ্যে প্রায় শেষ। মাহফিল ও দস্তারবন্দী উপলক্ষে জামেয়ার মাঠকে দৃষ্টিনন্দন প্যান্ডেল ও সামিয়ানায় সাজানো হয়েছে।

এ বছর মাহফিলে প্রধান আকর্ষন হিসেবে তাসরিফ আনবেন- উপমহাদেশের হৃদয়ের স্পন্দন শায়খুল আরব ওয়াল আজম আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি রহ. এর সুযোগ্য শাহজাদা আল্লামা সায়্যিদ আসজাদ মদানি দামাত বারাকাতুহুম।

এছাড়াও প্রতি বছরের ন্যায় দেশবরেণ্য প্রখ্যাত আলেম-ওলামা, খ্যাতনামা আলোচকগণ মূল্যবান বয়ান পেশ করবেন।

আগামীকাল (১৯ জানুয়ারি) শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত মাহফিলে গতবছরের প্রায় ২ হাজার দাওরায়ে হাদীস সমাপ্তকারি ফারেগীনদের দস্তারবন্দী সম্মনসূচক পাগড়ি প্রদান করা হবে।

এ দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করে ইলমে দ্বীনের জ্ঞান অর্জনে নিজেকে আলোকিত করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।