আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের দোয়া

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৬ মে ২০১৮

পবিত্র রমজানের রহমতের দশকের নবম দিন আজ। রহমতের দশকের শেষ দিকে মহান আল্লাহ তাআলার কাছে তার অফুরন্ত রহমত কামনা করা প্রত্যেক মুমিন রোজাদারের একান্ত করণীয় কাজ।

কারণ যে বান্দার প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হবে; ওই বান্দাই সঠিক পথের সন্ধান পাবে। মাগফেরাত ও নাজাতের পথ তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমত লাভ করে সঠিক পথের সন্ধান লাভে একটি দোয়া তুলে ধরা হলো আজ-

আরও পড়ুন > রোজার নিয়ত ও সাহরি-ইফতারের দোয়া

اَللَّهُمَّ اجْعَلْ لِىْ فِيْهِ نَصِيْبَا مِنْ رَحْمَتِكَ الْوَاسِعَةِ
وَاهْدِنىِ فِيْهِ لِبَرَاهِيْنِكَ السَّاطِعَةِ
وَ خُذْ بِنَاصِيَتِىْ اِلَى مَرْضَاتِكَ الْجَامِعَةِ
بِمَحَبَّتِكَ يَا أَمَلَ الْمُشْتَاقِيْن

উচ্চারণ : আল্লাহুম্মাঝ আ’ললি ফিহি নাসিবাম মিন রাহমাতিকাল ওয়াসিআ’তি; ওয়াহদিনি ফিহি লিবারাহিনিকাস সাত্বিআ’তি; ওয়া খুজ বিনাসিয়াতি ইলা মারদাতিকাল ঝামিআ’তি; বিমাহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাক্বিন।

অর্থ : হে আল্লাহ ! আজকের দিনে আপনি আমাকে আপনার প্রশস্ত রহমতের অধিকারী করুন। আমাকে পরিচালিত করুন আপনার উজ্জ্বল প্রমাণাদির দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল! আপনার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে আপনার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যান।’

আরও পড়ুন > তারাবিহ নামাজ পড়ার নিয়ম

পরিশেষে...
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত দশকের নবম দিনে এ দোয়ার মাধ্যমে তাঁর রহমত ও সঠিক পথের সন্ধান দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।