ঐতিহাসিক জামেয়া মসজিদে এ সপ্তাহেও জুমআ পড়তে দেয়নি পুলিশ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৩ নভেম্বর ২০১৯

ভারতের জম্মু-কাশ্মীরে অবস্থিত শ্রীনগরের ঐতিহাসিক জামেয়া মসজিদে গত শুক্রবারও (১ নভেম্বর) জুমআ পড়তে পারেনি কাশ্মীরের মুসলমানরা। নিরাপত্তার অজুহাতে টানা ১২ সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরের বড় বড় সব মসজিদে জুমআর নামাজ বন্ধ করে রেখেছে ভারতীয় পুলিশ। গত ৫ আগস্ট থেকে সেখানে কঠোর বিধিনিষেধ চলছে।

জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় সরকার শাসিত প্রদেশটিতে গত বৃহস্পতিবার নতুন আইন কার্যকর করা হয়েছে। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত নয়া প্রদেশে পরিণত হওয়ার পর প্রথম দিনও ছিল গত শুক্রবার। নয়া প্রদেশের প্রশাসন বিগত জুমআগুলোর মতো এ শুক্রবারও ঐতিহাসিক জামেয়া মসজিদে নামাজের অনুমতি দেয়নি।

বিজ্ঞাপন

শুধু জামেয়া মসজিদেই নয়, বরং কাশ্মীরের বড় বড় জামে মসজিদগুলোতে টানা ১২ সপ্তাহ তথা ৩ মাস ধরে জুমআ নামাজ আদায় বন্ধ রয়েছে। কাশ্মীরের পরিস্তিতি সামাল দিতে ভারতের কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ‘অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত’-এর সেক্রেটারি মুফতি আব্দুল মতিন।

তিনি আরও বলেন, ‘অথচ তারা (কেন্দ্রীয় সরকার) বলছে যে, কাশ্মীরে শান্তি ফিরছে! এটা অত্যন্ত ব্যর্থতা তাদের। কেন্দ্রীয় সরকার কাশ্মিরে শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জম্মু-কাশ্মীরের বড় বড় মসজিদগুলোতে যেন আগামী জুমআ থেকে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, কেন্দ্রীয় সরকারের কাছে সে সুষ্ঠু ব্যবস্থাপনারও দাবি করেছেন মুফতি আব্দুল মতিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।