প্রাক্তন স্ত্রীর বোনকে বিয়ে করা কি জায়েজ?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ১৮ জানুয়ারি ২০২৬
প্রাক্তন স্ত্রীর বোনকে বিয়ে করা কি জায়েজ? ছবি: পিক্সাবে

প্রশ্ন: স্ত্রী মারা গেলে বা তালাকের মাধ্যমে বিবাহ-বিচ্ছেদ ঘটলে তার আপন বোনকে বিয়ে করা কি জায়েজ?

উত্তর: প্রাক্তন স্ত্রীর বোন বা প্রাক্তন শ্যালিকা মাহরাম নয়। স্ত্রী মারা গেলে তার আপন বোনকে বিয়ে করা জায়েজ। তালাকের মাধ্যমে বিবাহ-বিচ্ছেদ ঘটলে ইদ্দত পূর্ণ হওয়ার পর তার বোনকে বিয়ে করা জায়েজ।

স্ত্রী জীবিত বা বিবাহবন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় অথবা স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ ঘটার পর ইদ্দত পূর্ণ হওয়ার আগে তার বোনকে বিয়ে করা বৈধ নয়। দুই বোনকে একই সঙ্গে বিবাহ বন্ধনে রাখা হারাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ওপর এটাও হারাম করা হয়েছে যে, তোমরা দুই বোনকে একত্রে বিবাহ বন্ধনে রাখবে। (সুরা নিসা: ২৩)

এ আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবি (রহ.) বলেন, উম্মত এ ব্যপারে একমত যে এ আয়াতের কারণে দুই বোনকে বিবাহবন্ধনে একত্রিত করা হারাম। (আল জামে’ লি আহকামিল কুরআন: ৫/১১৬)

স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় কেউ যদি তার বোনকে বিয়ে করে তাহলে ওই বিয়ে শুদ্ধ হয় না। শ্যালিকা বা স্ত্রীর বোন স্ত্রী হয় না। এ কারণে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কেরও ক্ষতি হয় না।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।