‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ অর্থ কী?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

রুকুর পর- سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ (সামিআল্লাহু লিমান হামিদাহ) বলে সোজা হয়ে দাঁড়াতে হয়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো আবশ্যক। আর মুখে ‘سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ (সামিআল্লাহু লিমান হামিদাহ)’ বলা সুন্নাত। কিন্তু এটির অর্থ কী?

রুকুর পর সোজা হয়ে দাঁড়াতে سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ (সামিআল্লাহু লিমান হামিদাহ) বলতে হয়। নামাজি ব্যক্তি রুকুতে আল্লাহর তাসবিহ ও বড়ত্ব প্রকাশ করেন। সেখান থেকে দাঁড়িয়েও আল্লাহর প্রশংসা করেন। দুই প্রশংসার মাঝে একটি ঘোষণা হলো- سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ (সামিআল্লাহু লিমান হামিদাহ)। এটির অর্থও চমৎকার অর্থপূর্ণ এবং ইবাদতে মনোযোগী করার অন্যতম উপাদান।

নামাজে রুকু থেকে দাঁড়ানোর সময়ের ঘোষণা হলো-

سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ

উচ্চারণ : ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’

অর্থ : ‘যে ব্যক্তি আল্লাহর জন্য প্রশংসা করেন, আল্লাহ তাআলা (ওই ব্যক্তির প্রশংসা) শোনেন।’ অর্থাৎ আল্লাহ তাআলা (তাসবিহ/তাহমিদ) প্রশংসাকারীর প্রশংসা শোনেন।

এটির শাব্দিক অর্থ এমন- سَمِعَ اللهُ (সামিআল্লাহু) আল্লাহ শোনেন; لِمَنْ حَمِدَهُ (লিমান হামিদাহ) যে ব্যক্তি তাঁর (আল্লাহর) প্রশংসা করে।’

উল্লেখ্য জামাতে নামাজ পড়ার সময় ইমাম যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ (সামিআল্লাহু লিমান হামিদাহ) বলে,  তখন মুক্তাদি রাব্বানা ওয়া লাকাল হামদ বলে থাকেন। আর এটি বলা সুন্নাত। আর যদি কেউ একাকি নামাজ পড়ে তবে তবে নামাজির জন্য উভয়টি পড়াই সুন্নাত।

তবে একান্তই যদি কেউ একাকি কিংবা জামাতে নামাজে سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ (সামিআল্লাহু লিমান হামিদাহ) না বলে তবে তার নামাজ বাতিল হবে না।  কারণ একাকি বা জামাতে এটি পড়া সুন্নাহ। আর সুন্নত তরক হয়ে গেলে নামাজে কোনো সমস্যা হয় না।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নামাজ ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহু আকবার বলবে; এরপর রুকু করবে তারপর سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলে সোজা হয়ে দাঁড়াবে। (আবু দাউদ) অর্থাৎ রুকুর পর সোজা হয়ে দাঁড়াতে হবে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, অর্থ বুঝে নামাজে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলা। জামাতে নামাজ পড়ার সময় ইমামের এ ঘোষণা হৃদয় দিয়ে উপলব্ধি করা। আর এতে নামাজে মানুষের মনোযোগ বেড়ে যায়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মনোযোগের সঙ্গে অর্থ বুঝে سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ (সামিআল্লাহু লিমান হামিদাহ) পড়ার এবং ইমামের কণ্ঠে শোনার তাওফিক দান করুন। এর অর্থ উপলব্ধি করে ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।