টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেলো ২৩০ শিশু-কিশোর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৫ নভেম্বর ২০২২

টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করায় ২৩০ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দিয়েছে মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ। শুক্রবার (৪ নভেম্বর) তাদের মধ্যে উপহার তুলে দেওয়া হয়।

শিশু-কিশোরদের সঠিকভাবে নামাজ আদায়, ইসলামি মূল্যবোধ, ধর্মীয় আচার-আচরণ, নিয়মানুবর্তিতা এবং দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে একটানা ৪০ দিন নামাজ পড়ার উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগে মিরপুর ডিওএইচএস এর ৪ থেকে ১৬ বছর বয়সী ৩৫২ জন শিশু-কিশোর নিবন্ধন করেছিল। এর মধ্যে ২৩০ জন শিশু-কিশোর ঠিকভাবে টানা ৪০ দিন মসজিদে এসে নামাজ আদায় করতে সক্ষম হয়। এছাড়া সর্বনিম্ন ৩০ ওয়াক্ত নামাজ যারা আদায় করেছে তাদের স্মার্টওয়াচ উপহার দেওয়া হয়।

গত বছরের ন্যায় এবছরও এই উদ্যোগ সফলতার সঙ্গে সম্পন্ন হয়। গত বছর ৯৩ জন শিশু-কিশোর টানা ৪০ দিন নামাজ আদায় করায় তাদের বাইসাইকেল উপহার দেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে।

আয়োজকরা জানান, এক মাসেরও বেশি সময়ের এই উদ্যোগে সবচেয়ে বেশি সহযোগিতা ছিল অভিবাবকদের। শিশুদের মসজিদে নিয়ে আসার ক্ষেত্রে বাবাদের অবদান যেমন ছিল, তেমনি তাদের মসজিদে আসার জন্য প্রস্তুত করে দেওয়ার ক্ষেত্রে মায়েরাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এ প্রসঙ্গে মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন বলেন, এই উদ্যোগ সফল করতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন অভিভাবকরা। তারা বাচ্চাদের যেভাবে প্রস্তুত করে মসজিদে আসতে সহযোগিতা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমি আশাবাদী, বিগত দিনগুলোর ন্যায় বাচ্চারা সামনের দিনগুলোতেও মসজিদে আসবে।

মামুন উর রশিদ নামে এক অভিভাবক বলেন, মিরপুর ডিওএইচএস মসজিদ কমিটির এই উদ্যোগ অনেক প্রশংসনীয়। এভাবে দেশের প্রতিটি মসজিদ কমিটির উচিত বাচ্চাদের মসজিদমুখি করার উদ্যোগ নেওয়া। আমাদের সন্তানেরা মসজিদে আসার ফলে অনেক দ্বীনি বিষয় সঠিকভাবে শিখতে পেরেছে।

এইচএস/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।