নবিজির (সা.) বরকতময় নামসমূহ

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

নবিজির (সা.) নাম তার দাদা আব্দুল মুত্তালিব রেখেছিলেন মুহাম্মাদ। কুরআনে নিবিজিকে মুহাম্মাদ ও আহমাদ নামে উল্লেখ করা হয়েছে। এ দুটিই তার প্রকৃত নাম।

হাদিসে নবিজির আরও কিছু গুণবাচক নাম বর্ণিত রয়েছে। জুবাইর ইবনে মুতইম (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন,

‏ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ

আমার পাঁচটি নাম আছে। আমি মুহাম্মাদ, আমি আহমাদ এবং আমি মাহী, আমার মাধ্যমে আল্লাহ সব কুফরি বিলুপ্ত করবেন এবং আমি হাশির, আমার পেছনে সব মানুষকে সমবেত করা হবে এবং আমি আকিব অর্থাৎ সর্বশেষ আগমনকারী। (সহিহ বুখারি: ৪৫৩৬)

আবু মুসা আশআরি (রা.) বলেন, রাসুল (সা.) তার নিজের কিছু নাম আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেছেন,

أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَالْمُقَفِّي وَالْحَاشِرُ وَنَبِيُّ التَّوْبَةِ وَنَبِيُّ الرَّحْمَةِ
আমি মুহাম্মাদ, আহমদ, আল-মুকাফ্‌ফী (সর্বশেষ), আল-হাশির (সমবেতকারী), তাওবার নবি ও রহমতের নবি। (সহিহ মুসলিম: ৫৮৯৭)

নবিজির আরও দুটি নাম রাউফ ও রাহিম। আল্লাহ নবিজিকে কুরআনে রাউফ ও রাহিম বলেছেন। আল্লাহ বলেন,

لَقَدۡ جَآءَکُمۡ رَسُوۡلٌ مِّنۡ اَنۡفُسِکُمۡ عَزِیۡزٌ عَلَیۡهِ مَا عَنِتُّمۡ حَرِیۡصٌ عَلَیۡکُمۡ بِالۡمُؤۡمِنِیۡنَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ
নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন, যা তোমাদের পীড়া দেয় তা তার জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। (সুরা তাওবা: ১২৮)

বড় ছেলের নামের সাথে সম্পর্কিত করে নবিজির উপনাম ছিল আবুল কাসেম বা কাসেমের বাবা।

এ ছাড়া অনেকে নবিজির (সা.) বহুসংখ্যক গুণ অনুযায়ী বহুসংখ্যক নাম বর্ণনা করেছেন। কোনো কোনো সুফি নবিজির এক হাজারটি নামও উল্লেখ করেছেন। তবে কুরআনে বা হাদিসে নবিজির এই নামগুলোই উল্লিখিত রয়েছে যেগুলো আমরা এখানে উল্লেখ করলাম।

ওএফএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।