মাদরাসার জন্য ওয়াকফকৃত জমির আয় মসজিদের উন্নয়নে ব্যয় করা যাবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২২ এপ্রিল ২০২৪

কোনো জমি যদি মাদরাসা প্রতিষ্ঠার জন্য ওয়াকফ করা হয়, তাহলে ওই জমির মালিক যেমন মাদরাসা কতৃপক্ষ, ওই জমি ভাড়া দেওয়া, জমিতে লাগানো গাছের ফল-ফসলের মাধ্যমে আয় হলে তার মালিকও মাদরাসাই হবে। মসজিদের নির্মাণ, উন্নয়ন বা অন্য কোনো নেক কাজে ওই অর্থ ব্যবহার করা জায়েজ হবে না।

যে মাদরাসার জন্য জমি ওয়াকফ করা হয়েছে, তা প্রতিষ্ঠিত না হলেও ওই জমির আয় মাদরাসার জন্য রেখে দেওয়া জরুরি। মাদরাসা প্রতিষ্ঠার আগ পর্যন্ত মাদরাসা কতৃপক্ষ, মুতাওয়াল্লি বা কোনো আমানতদার ব্যক্তির কাছে ওই অর্থ জমা রাখতে হবে, যেন মাদরাসা প্রতিষ্ঠিত হলে মাদরাসার জন্য তা ব্যয় করা যায়।

ওএফএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।