৮ ব্রিটিশ সাইকেল আরোহী হজযাত্রী মদিনায় পৌঁছেছে

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২০ আগস্ট ২০১৭

ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, ইতালি, গ্রিস এবং মিসরের মধ্য দিয়ে প্রায় ছয় সপ্তাহ সময়ের ব্যবধানে ২ হাজার মাইল পথ পাড়ি দিয়ে ব্রিটিশ মুসলমানরা সৌদি আরবের পবিত্র মদিনা মুনাওয়ারায় পৌঁছেছেন।

তাদের যাত্রার শেষ ধাপটি ছিল অত্যন্ত কঠিন। কারণ মিসর এবং সৌদি আরবের মরুভূমি তীব্র গরম ও উত্তপ্ত আবহাওয়ার মধ্য দিয়ে তাদের পাড়ি দিতে হয়েছিল।

কিন্তু যখনই মদিনার মসজিদে নববি ও সবুজ গম্বুজের দিকে দৃষ্টি পড়ে তখনই তাদের দীর্ঘ পথ পাড়ি দেয়ার ব্যথা ও যন্ত্রণা ঘুচে যায়। রাইডাররা আনন্দে কেঁদে ওঠে।

রাইডারদের একজন, দবির উদ্দিন। হজ রাইড পৃষ্ঠায় ফেসবুকে লাইভ হয়ে তিনি মসজিদে নববির গেট দিয়ে সাইক্লিং করেন।

Cycle

তারা যখন মদিনা মুনাওয়ারায় এসে পৌঁছেন, সেখানে উপস্থিত জিয়ারতকারীরা তাদের স্বাগত জানান। আবেগে ও ভালোবাসায় জড়িয়ে ধরেন।

ব্রিটিশ সাইক্লিং গ্রুপ যখন সৌদিতে প্রবেশ করেন, তখন সৌদির স্থানীয় সাইক্লিং গ্রুপ এবং তাইবা সাইক্লিস্টরা তাদের সব সৌদিতে চলাচলের সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করেন।

৮ ব্রিটিশ সাইক্লিস্টদের একজন হলেন মোহাম্মদ এহসান। তিনি বলেন, ‘সাইকেলে মদিনায় আসার অনুভূতি শব্দে বর্ণনা করার নয়।’

২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা ৮ ব্রিটিশ সাইক্লিস্ট মদিনা জিয়ারত শেষে মক্কার উদ্দেশে রওনা হবে।

আশা করা যায়, আল্লাহ তাআলা এ কষ্টের বিনিময় তাদের হজ কবুল করবেন। এবং এটি হবে একটি গ্রহণযোগ্য হজ।

ভিডিও :

 

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।