মদ-জুয়া-শিরকের বিধান ও মুমিনের সুসংবাদ পড়া হবে আজ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২১ মে ২০১৮

৫ রমজানের তারাবিহ পড়া হবে আজ। সুরা মায়িদার ৮৩নং আয়াত থেকে শেষ পর্যন্ত, সুরা আনআমসহ সুরা আ’রাফের ১১নং আয়াত পর্যন্ত পড়া হবে।

হাফেজে কুরআনদের সুললিত কণ্ঠে উচ্চারিত হবে আল্লাহ পাকের নির্ধারিত বিধান, দুনিয়া ও পরকালের কল্যাণে নানাবিধ কথামালা। নামাজে মনোযোগ দিয়ে সে তেলাওয়াত শুনবে প্রবল আগ্রহী মুমিন মুসলমান।

বিজ্ঞাপন

আজকের তারাবিতে যে তাদের জন্য রয়েছে সান্ত্বনা ও অগণিত সুসংবাদ। এ সব সান্ত্বনা ও সুসংবাদ দুনিয়া ও পরকালের জীবনে মুমিনদের জন্য সুনির্ধারিত।

আজকের তারাবিহতে ইসলামের গুরুত্বপূর্ণ বিধানসহ তাওহিদ রেসালাত এবং পরকালের বিশ্বাস; যাতে রয়েছে , বিশ্বনবি ও মুমিন মুসলমানের জন্য সান্ত্বনা এবং সুসংবাদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাশাপাশি যারা মদ-জুয়া, মাদক তথা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করে; আল্লাহর সঙ্গে শিরক করে তাদের ব্যাপারে কুরআনের বিধানও পড়া হবে আজ। যা শুনবে নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা। আর তাতে তারা পেয়ে যাবে তা থেকে আত্মরক্ষার রসদ।

সুরা মায়িদা
সুরাটি কুরআনুল কারিমের পঞ্চম সুরা। এতে রয়েছে ১২০ আয়াত এবং ১৬টি রুকু। সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। হুদায়বিয়ার সন্ধির পর ৬ হিজরির শেষের দিকে অথবা ৭ হিজরির প্রথম দিকে এ সুরাটি নাজিল হয়। আজ এ সুরার ৮২ থেকে শেষ আয়াত পর্যন্ত পড়া হবে। এ আয়াতগুলোর আলোচ্য বিষয়গুলো হলো-

আয়াত ৮৩ থেকে ১২০
কুরআনের সাত নম্বর পারার শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের কথা দিয়ে শুরু করেছেন। যাতে কুরআন অবর্তীণ হওয়ার পর মুমিনরা তা মেনে নিয়ে সত্যের সাক্ষী প্রদানকারীদের অন্তর্ভূক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অতঃপর মুমিন বান্দার পুরস্কার এবং অবধ্যতাকারীদের পরিণাম আলোচনার পর অসত্য শপথ গ্রহণের কাফফার বিষয়টি সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন সুরা মায়িদার ৮৯নং আয়াতে।

আজকের তারাবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান ঘোষিত হবে মদ-জুয়া ও মূর্তিপুজারীদের বিষয়ে। এ সুরার ৯০ ও ৯১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! মদ, জুয়া, ভাষ্কর্য, প্রতিকৃতি ও ভাগ্য নির্ণয়ক শর ঘৃণ্য বস্তু এবং শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন কর। তাহলে তোমরা সফল হতে পারবে। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিবাদ সৃষ্টি করতে চায়, জিকির ও নামাজ থেকে তোমাদের দূরে রাখতে চায়। তবে কি তোমরা বিরত হবে না?’

আজকের তেলাওয়াতকৃত অংশে মুসলমানদের উপদেশ প্রদান, ন্যায় ও ইনসাফ ও ভারসাম্যের রীতিনীতি অবলম্বনের বিষয় আলোকপাত করা হয়েছে। পাশাপাশি আল্লাহর হুকুম আনুগত্য মেনে চলার প্রতি গুরুত্বরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

সুরাটির শেষ দিকে ইয়াহুদি খ্রিস্টানদের উপদেশ প্রদান করা হয়েছে। ইয়াহুদির শক্তি খর্ব করে মুসলিম সম্প্রদায়ের শক্তি বৃদ্ধি এবং ইসলামের সঠিক নীতি অবলম্বন করে পূববর্তী কিতাবের নীতি পরিহারের বিষয়ে আলোচনা করা হয়েছে।

সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা তার বিধান পালনকারীদের প্রতি সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন। মুমিনরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। যাকে ইসলামে সবচেয়ে বড় সাফল্য বলে উল্লেখ করা হয়েছে।

সুরা আনআম
সুরা আনআম কুরআনুল কারিমের ৬নং সুরা। সুরাটি মক্কায় নাজিল হয়েছে। ২০ রুকুতে ভাগ করা সুরাটির আয়াত সংখ্যা ১৬৫।

বিজ্ঞাপন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মানুষের নিকট ইসলামের দাওয়াত দেয়ার কাজ শুরু করেছিলেন তারপর ১২টি বছর অতিবাহিত হয়। এ বছরগুলোতে কুরাইশদের প্রতিবন্ধকতা জুলুম অত্যাচার চরম পর্যায়ে পৌছেছিল।

ইসলাম গ্রহণকারীদের একটি দল কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশত্যাগ তথা হিজরতে বাধ্য হয়েছিল। বিশ্বনবিকে সহযোগিতার জন্য তখন হজরত খাদিজা ও আবু তালিব কেউ তখন জীবত ছিলনা। চরম প্রতিকূলতাপূর্ণ মুহূর্তে আল্লাহ তাআলা মক্কায় এ সুরা নাজিল করেন।

এ সুরার আলোচ্য বিষয়গুলো হলো-
শিরকের খণ্ডন করে তাওহিদের দিকে মানুষকে আহ্বান করা। পরকালের চিরস্থায়ী জীবনের প্রতি বিশ্বাস স্থাপন এবং দুনিয়ার জীবনটা যে সবকিছু নয় এ চিন্তার অপনোদন করা।

বিজ্ঞাপন

জাহেলিয়াতের অলিক কাল্পনিক বিশ্বাস ও কুসংস্কারের বিশ্বাসী মানুষের কার্যকলাপের প্রতিবাদ করা।

যে সব বড় বড় নৈতিক বিধানের ভিত্তিতে ইসলাম তার সমাজ কাঠামো গড়ে তুলতে চায় সেগুলোর শিক্ষার গুরুত্বের আলোচনা।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাত ও তাওহিদের দাওয়াতের বিরুদ্ধে উত্থাপিত বিষয়ের জবাব প্রদান।

বিজ্ঞাপন

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীর্ঘ পরিশ্রম ও অক্লান্ত চেষ্টা সাধনায় যখন ইসলামের প্রচার ও প্রসার ফলপ্রসু হচ্ছে না তখন প্রিয়নবি ও মুসলমানদের হতাশা ও অস্থিরতার সৃষ্টি হয়েছিল তা থেকে সান্ত্বনা দেয়া হয়েছে এ সুরায়।

সুরা আ’রাফ
মক্কায় নাজিল হওয়া সুরাটির আয়াত সংখ্যা ২০৬ ও ২৪ রুকুতে ভাগ করা। এ সুরার ৪৬ ও ৪৭ নং আয়াতে আসহাবে আ’রাফের উল্লেখ করা হয়েছে। সে কারণে এ সুরার নাম করণ করা হয়েছে সুরা আ’রাফ। আজকের তারাবিতে এ সুরার প্রথম ১১ আয়াত পাঠ করা হবে।

এ সুরাটিও সুরা আনআমের সমকালীন সময়ে নাজিল করা হয়েছে। তবে এ সুরায় বিশ্বনবির রিসালাতের প্রতি ঈমানের ব্যাপারে তাগিদ করা হয়েছে। এ সুরায় বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আনুগত্য করার জন্য বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করাই হলো সুরার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আজকের তারাবিহতে মুমিনদের সুসংবাদ গ্রহণ এবং মাদকের সঙ্গে জড়িতদের সুফল ও কুফল সম্পর্কিত বিধানগুলোর ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। কুরআন বুঝে ইসলামি সমাজ বিনির্মাণের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।