বিষয়টি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, আইনজীবীর সঙ্গে কথা বলবো: তুষার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৯ আগস্ট ২০২৫
সরোয়ার তুষার ও নীলা ইসরাফিল/ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে হাসপাতালে ভর্তির সময় স্বামীর নামের জায়গায় নিজের নাম ব্যবহারের অভিযোগ তুলেছেন নীলা ইসরাফিল নামে এক নারী। নীলা ইসরাফিলের অভিযোগ, গত বছরের ২৯ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ভর্তির সময় স্বামীর নামের জায়গায় নিজের নাম লিখেছেন সারোয়ার তুষার।

তবে সারোরায় তুষার বলেন, রোগীর সঙ্গে উপস্থিত থাকলে কাউকে পিতা বা স্বামীর নাম পূরণ করতে হয়। এসময় তার পরিবারের কেউ উপস্থিত না থাকায় কেয়ার অব লিখে উপস্থিত অভিভাবক হিসেবে তার নাম ব্যবহার করা হয়েছে। বিষয়টি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, আইনজীবীর সঙ্গে কথা বলবো।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নীলা ও সারোয়ার।

ঢামেক হাসপাতালের ওই ভর্তি ফরমে দেখা যায়, পূরণ করা ফরমে পিতা বা স্বামীর নামের স্থানে সি/ও (কেয়ার অব) লিখে সারোয়ার নাম লেখা হয়েছে। যে কোনো হাসপাতালে রোগী ভর্তি হতে হলে এ ফরম পূরণ করতে হয়। রোগীর সঙ্গে পিতা বা স্বামী উপস্থিত না থাকলে বা তাদের নাম না লিখতে চাইলে কেয়ার অব লিখে উপস্থিত অভিভাবকের নাম লেখা হয়।

বিষয়টি অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে সারোয়ার তুষার জাগো নিউজকে বলেন, সেদিন হাসপাতালে আমি ছিলাম। ইন্টার্ন চিকিৎসক ওই ফরম পূরণ করেছেন। আমি ব্যস্ত ছিলাম, কখন আমার নাম লেখা হয়েছে নিজেও জানি না। তবে কেয়ার অব দিয়ে লেখা হয়েছে যা স্পষ্ট আছে।

তিনি বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য অপপ্রচার করা হচ্ছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলবো। মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

এনএস/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।