‘স্বাগতম আপনাকে এই সোনার বাংলার মাটিতে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫
দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপি

১৭ বছর পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ২৫ ডিসেম্বর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন তিনি।

তারেক রহমানের একটি পোস্টের স্ক্রিনশট নিয়ে মাহবুব কবীর মিলন লিখেছেন, এই অব্যক্ত ভাষাহীন অনুভূতিটুকু কাজে লাগাবেন এই দেশ ও জাতির কল্যাণে। সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নিয়ে এই অভাগা দেশকে আলোকিত করার কাজে জীবনকে উৎসর্গ করবেন, এই প্রার্থনা করছি।’

আরও পড়ুন
কোথাও এমন জঘন্য এয়ারপোর্ট দেখি নাই’ 
সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরব নেটদুনিয়া 

তিনি লিখেছেন, ‘এই দেশকে দুই বছরেই মালয়েশিয়া বানানো যায়। আমরা পারি না, এমন কিছু নেই। স্বাগতম আপনাকে এই সোনার বাংলার মাটিতে।’

উল্লেখ্য, তারেক রহমান তার পোস্টে লিখেছিলেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’ লেখার সঙ্গে প্লেনের আসনে বসে জানালার দিকে তাকিয়ে থাকার একটি ছবি সংযুক্ত করেছেন তিনি।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।