মিরপুরে সমর্থকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ (মঙ্গলবার) ছিল অঘোষিত ফাইনাল। আবাহনী-মোহামেডান এই অঘোষিত ফাইনালে মুখোমুখি। জিতলেই চ্যাম্পিয়ন- এমন একটি সমীকরণ নিয়ে মুখোমুখি দুই দল।

কিন্তু মাঠের খেলায় আবাহনীর সামনে দাঁড়াতেই পারেনি মোহামেডানের ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে ২৪০ রান সংগ্রহ করেছিল মোহামেডান। জবাবে ৬১ বল হাতে রেখে ৬ উইকেটের ব্যবধানে সাদাকালো শিবিরকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হলো আবাহনী।

ম্যাচ শেষে মোহামেডানের খেলোয়াড়রা যখন মাঠ থেকে ফিরছিল, তখন ড্রেসিং রুমের ওপর গ্যালারি তথা গ্র্যান্ডস্ট্যান্ডে বসা মোহামেডানের এক সমর্থক মাহমুদউল্লাহ রিয়াদদের নিয়ে বিদ্রুপ করেন। রিয়াদদের নিয়ে ‘ভুয়া’ বলে উত্তেজনাপূর্ণ কথা বলেছিলেন হয়তো। যেটা সহ্য হয়নি সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের।

ভিডিওতে দেখা গেছে, তাৎক্ষণিক তিনি তেড়ে যান গ্যালারিতে। সেখানে গিয়ে সেই সমর্থকের কলার চেপে ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় মোহামেডানে তার সতীর্থ এবং কর্মকর্তারা গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে আনেন।

আবাহনীর বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে মাহমুদউল্লাহ রিয়াদ ৬২ বল খেলে করেছিলেন ৫০ রান। তার সঙ্গে আরিফুল ইসলামও ৫০ রান করেন। যে কারণে ২৪০ রান তুলতে সক্ষম হয় মোহামেডান।

কিন্তু সেই রানকে রক্ষা করতে পারেননি মোহামেডানের বোলাররা। ৩৯.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। অর্থাৎ আবাহনীর সঙ্গে ন্যুনতম লড়াইও করতে পারেনি মোহামেডানের খেলোয়াড়রা। যার ফলে নিজ ক্লাবের খেলোয়াড়দের ওপরই ক্ষুব্ধ ছিলেন মোহামেডানের সমর্থকরা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।