নৌকাডুবি থেকে কোনোমতে প্রাণে বাঁচলেন সৌরভ গাঙ্গুলির ভাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৬ মে ২০২৫

ভয়াবহ নৌকাডুবি থেকে প্রাণে বাঁচলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলি। স্নেহাশিষ নিজেও ভারতের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার এবং বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ক্যাব) সাবেক সভাপতি।

ভারতের ওড়িশা রাজ্যের পুরী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আকস্মিকভাবে এই দুর্ঘটনার কবলে পড়েন স্নেহাশিষ ও তার স্ত্রী অর্পিতা। শনিবার (২৪ মে) নৌকাডুবির পর স্থানীয় ডুবুরি এবং স্থানীয় মানুষজন তাদের দুজনকে উদ্ধার করেন।

স্নেহাশিষ এবং তার স্ত্রী দুজনেই এখন কলকাতায় ফিরে এসেছেন এবং নিরাপদে আছেন। তবে সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে শিউরে উঠছেন স্নেহাশিষ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ স্নেহাশিষের বক্তব্য, ‘এটি একটি প্রাণঘাতী দুর্ঘটনা ছিল। নৌকাডুবি হওয়ার পর স্থানীয় মানুষ এবং জেলেরা আমাদের রক্ষা করেছিলেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এটি আমাদের জন্য একরকম দ্বিতীয় জীবন।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।