টিএফপি ইন্ট্রা ডেপ্ট ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৭ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি (টিএফপি) স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত টিএফপি ইন্ট্রা ডেপ্ট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিএফপি ১১তম ব্যাচ। ২৬ ও ২৭ মে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে।

৪টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফাইনালে উঠে ৮ম এবং ১১তম ব্যাচ। মঙ্গলবার ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান করে ৮ম ব্যাচ। জবাবে কোন উইকেট না হারিয়ে ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ১১তম ব্যাচ।

ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন ১১তম ব্যাচের মিজান মুনসি। টুর্নামেন্টের সর্বাধিক রান করে টুর্নামেন্টসেরা ও সেরা ব্যাটার নির্বাচিত হন মিজান মুনসি। ৮ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হয়েছে ৮ম ব্যাচের ইমন।

ফাইনাল শেষে ১১তম ব্যাচের অধিনায়ক মানজুর আরমানের হাতে ট্রফি তুলে দেন ক্লাবের সভাপতি আবু সুফিয়ান আকিব।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।