এখনো দুই ম্যাচ বাকি, আমাদের শক্তভাবে ফিরতে হবে: লিটন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ২৯ মে ২০২৫

সিরিজ শুরু হওয়ার লিটন দাস বলেছিলেন, বিশ্বের যেকোনো দলকেই হারাতে পারে বাংলাদেশ। যদিও মাঠে কথার প্রতিফলন দেখাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের কাছে হেরেই সিরিজ শুরু করতে হয়েছে বাংলাদেশকে।

গতকাল বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। পাকিস্তানের করা ২০১ রানের জবাব দিতে নেমে সফরকারীরা গুটিয়ে গেছে ১৬৪ রানে।

হারের কারণ হিসেবে তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং) খারাপ করার কথা বলেছেন লিটন। সবগুলো বিভাগে বাংলাদেশকে উন্নতি করতে হবে বলে মনে করেন অধিনায়ক।

সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলেও এখনো ভালো কিছু করার সুযোগ দেখছেন লিটন। তিনি মনে করেন, দুটি ম্যাচ বাকি আছে। সেগুলোতে ভালো করতে পারলে সিরিজ জয় করা সম্ভব।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘পুরো ম্যাচ জুড়েই আমরা ভালো বল করতে পারিনি, ভালো ব্যাটিং করিনি, আর ফিল্ডিংও ভালো করিনি। আমাদের এখনও দুটি ম্যাচ বাকি আছে। শুধু বোলিং বা ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও ভালো করতে হবে। প্রথম ম্যাচে ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ, আর আমরা এই মুহূর্তে সেটা ভালোভাবে করতে পারিনি।’

লাহোরের উইকেট ব্যাটিংবান্ধব। পাকিস্তান ২০১ রানের পুঁজি পাওয়ায় গতকাল সেটিই প্রমাণিত হয়েছে।

তবে লিটন বলেছেন, এই ম্যাঠে ২০০ রান তাড়া করে জয় সম্ভব। সেক্ষেত্রে আত্মবিশ্বাস আর কৌশলী হয়ে বাংলাদেশকে খেলতে হবে। শক্তভাবে কামব্যাক করতে হবে।

লিটন বলেন, ‘এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব। কারণ মাঠটা খুব দ্রুত এবং উইকেটও ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু মাঝের ওভারগুলোতেও আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের শক্তভাবে ফিরতে হবে। আমি বলছি না যে আমরা অনুশীলন করিনি। আমার মনে হয় ক্রিকেট শুধু অনুশীলনের বিষয় না, এটা বোঝার, ভাবার এবং মাঠে প্রয়োগ করার খেলা। মানসিকভাবে আমাদের আরও শক্ত হতে হবে।’

বুধবার শেষ দিকে জাকের আলী ২০ বলে ৩৬ রান করেন। ডানহাতি এই ব্যাটারকে নিয়ে লিটন বলেন, ‘জাকের আলী গত এক বছরে খুব ভালো খেলেছে। সে এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু একজন খেলোয়াড় দিয়ে ম্যাচ জেতা যায় না। সবাইকে অবদান রাখতে হবে।’

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।