ডাকাতের কবলে পাক পেসার হাসান আলির মা, অর্থকড়ি ছিনতাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৯ মে ২০২৫

অপ্রীতিকর এক ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানের ক্রিকেটার হাসান আলির মা। বাজারে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েছেন ডানহাতি পাক পেসারের জননী।

লাহোরের গুজরানওয়ালা শহরে এক নেক্কারজনক ঘটনা ঘটে। এ সময় হাসান আলির মায়ের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার রুপি ছিনতাই করে ডাকাত দল।

হাসান আলির ভাই খুররম গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার মায়ের পার্স ছিনিয়ে নেয়। পার্সে নগদ ২ লাখ ৩০ হাজার পাকিস্তানি রুপি ছিল। ছিনতাইয়ের ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। অপরাধীদের শিগগিরই গ্রেফতার করা হবে।

চলতি মাসের শুরুতে গুজরানওয়ালা পুলিশ জানিয়েছিল, সম্প্রতি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে অর্থ-সংশ্লিষ্ট গুরুতর অপরাধ হ্রাস পেয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১৩টি ডাকাত দলের ২৯০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৭ কোটি ৭ লাখ রুপি মূল্যের লুণ্ঠিত সম্পদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে অর্থ-সংশ্লিষ্ট মামলায় মোট উদ্ধারকৃত সম্পত্তির মূল্য ছিল ১২ কোটি ৮৮ লাখ রুপি।

গতকাল বুধবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেন হাসান আলি। ৩০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দেন তিনি। এই ম্যাচ পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।