৫ রানের ব্যবধানে ৭ উইকেটের পতন, হারের যে ব্যাখ্যা দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৩ জুলাই ২০২৫

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের শুরুর দিকের ব্যাটিংটা দেখে মনে হয়েছিল, ম্যাচটি জিতেই নিয়েছে সফরকারীরা। কিন্তু এরপর যা হলো, তা দেখলে দেশের ক্রিকেটের যেকোনো ভক্ত আঁতকে উঠবেন।

গতকাল বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে মাত্র ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ১ উইকেটেই ১০০ রান করে ফেলেছিল। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে কেউ হারের কথা চিন্তাই করতে পারে না।

ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। কিন্তু বাংলাদেশ এরপর যা করলো, এর চেয়ে বাজে ব্যাটিং আধুনিক ক্রিকেটে আবার কবে দেখা যাবে, সেটি দেখার অপেক্ষায়ই এখন সবার। হয়তো হ্যালির ধুমকেতু দেখার অপেক্ষার কৌতূহলের মতোই হবে।

১০০ রানে ছিল ১ উইকেট, কিছুক্ষণ পর সেই বাংলাদেশের স্কোরলাইন দাঁড়ালো ১০৫ রানে ৮ উইকেট। অর্থাৎ ৫ রানের ব্যবধানে ৭ উইেকেটের পতন!

শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়ে বাজেভাবে হারের আরও একটি দৃষ্টান্ত স্থাপন করলো লাল-সবুজবাহিনী।

ম্যাচ পরবর্তী উপস্থাপনায় হারের কারণ হিসেবে মিডলঅর্ডারদের দুষছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘প্রথম ৮০ ওভারে আমরা খুব ভালো খেলেছি। শান্ত (নাজমুল হোসেন শান্ত) এবং তানজিদ (তানজিদ তামিম) দারুণ ব্যাট করেছে। কিন্তু মিডলঅর্ডার ব্যাটাররা ভালো খেলতে পারেনি। টানা উইকেট হারানোই আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে।’

টস গুরুত্বপূর্ণ ছিল কি না– এই প্রশ্নে মিরাজ বলেন, ‘অবশ্যই। উইকেট খুব ভালো ছিল, আমরা দারুণ বল করেছি, বিশেষ করে ফাস্ট বোলাররা, শুরুতেই উইকেট তুলে নিয়েছে। তবে মাঝের ওভারগুলোতে আমরা উইকেট পাইনি। আসালাঙ্কার যেভাবে খেলেছে, তাকে কৃতিত্ব দিতেই হবে – অসাধারণ ইনিংস ছিল। যদি মাঝের ওভারগুলোতে আমরা উইকেট পেতাম, তাহলে ম্যাচে ফিরতে পারতাম। আবহাওয়াটা খুবই গরম।’

মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামের ইনজু্রি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের দুইজন গুরুত্বপূর্ণ বোলার, মোস্তাফিজ এবং তানভীর ক্র্যাম্পে ভুগেছে।’

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।