ওভাল টেস্ট

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ৩১ জুলাই ২০২৫

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ওভালে পঞ্চম ও শেষ টেস্টে তাই জয়ের বিকল্প নেই ভারতের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইংলিশ দলপতি ওলি পোপ।

ইংল্যান্ড শুরুটা বেশ ভালোই করেছে। চতুর্থ ওভারেই তারা তুলে নিয়েছে উইকেট। গুস এটকিনসনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন ওপেনার জসশ্বী জয়সওয়াল (২)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। লোকেশ রাহুল ১৩ আর সাই সুদর্শন ৫ রানে অপরাজিত আছেন।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।