বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৫

ঘন কুয়াশার কারণে পরিত্যক্ত হয়ে গেলো বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দীর্ঘসময় অপেক্ষার পরও মাঠ ভেজা থাকায় ম্যাচটি শুরু করা যায়নি। শেষ পর্যন্ত এক বল মাঠে না গড়াতেই বাতিল হয়ে যায় ম্যাচ।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।