৩ দিনে শেষ কলকাতা টেস্ট, ৩০ রানে হারলো ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৫

চিরচেনা ইডেন গার্ডেন্সের স্পিন পিচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে ভারত। মাত্র ১২৪ রানের লক্ষ্য টপকাতে পারেনি স্বাগতিকরা। তৃতীয় দিনে ১২ উইকেটের পতন হয়েছে। দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে গুটিয়ে গিয়ে পরাজিত হয়েছে ভারত। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

প্রোটিয়া স্পিনার সাইমন হার্মারের স্পিন বিষে আক্রান্ত হয়ে ৩৫ ওভারে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংস দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে অলআউট হওয়ার পর ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ছিল করুণ। চতুর্থ বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। দলীয় ১ রান লোকেশ রাহুলও আউট হয়ে যান। দুজনকেই বিদায় করেন মার্কো জানসেন।

জানসেনের দেখানো পথে হেঁটে ভারতের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন সাইমন হার্মার। ধ্রুব জুড়েল (১৩), রিশাভ পান্ত (২), রবীন্দ্র জাদেজা (১৮) ও কুলদীপ যাদবকে (১) ফেরান তিনি। মাঝে ওয়াশিংটন সুন্দরকে (৩১) ফেরান এইডেন মার্করাম। তিনিই সর্বোচ্চ রান করেন ভারতের হয়ে।

অক্ষর প্যাটেল (২৬) ও মোহাম্মদ সিরাজকে (০) পরপর দুই বলে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন কেশব মহারাজ। ঘাড়ের চোটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামেননি অধিনায়ক শুভমান গিল। যা কাল হয়ে দাঁড়ালো ভারতের জন্য।

সাইমন হার্মার এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন। জোড়া উইকেট পেয়েছেন মার্কো জানসেন ও কেশব মহারাজ। একটি উইকেট এইডেন মার্করামের ঝুলিতে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে গুয়াহাটিতে।

আইএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।