সিরিজ জিততে ভারতের ২৩১ রানের পুঁজি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫

অতিরিক্ত কুয়াশায় লখনৌতে চতুর্থ টি-টোয়েন্টি হতে পারেনি। তাই পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ভারতের সিরিজ জেতা ও দক্ষিণ আফ্রিকার সিরিজ পরাজয় ঠেকানোর লড়াই। সেই ম্যাচে তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়ার জুটিতে ভর করে ৫ উইকেটে ২৩১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) আহমেদাবাদে টস জিতে ভারতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামা স্বাগতিক ভারত পাওয়ার প্লেতে যোগ করে ৬৭ রান। হারায় ১ উইকেট। ৩৪ রান করে করবিন বস্কের বলে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা।

অন্য ওপেনার সঞ্জু স্যামসন ৩৭ রান করেন। তিনি বিদায় নেন জর্জ লিন্ডের বলে বোল্ড হয়ে। ৯৭ রানে ভারত হারাত দ্বিতীয় উইকেট। তিনে নামা তিলক ভার্মা আত্মবিশ্বাসের সঙ্গেই খেলতে থাকেন। তাকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ৫ রান করেই ফেরেন সাজঘরে দলীয় ১১৫ রানে।

এরপর নতুন ব্যাটার হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালাতে শুরু করেন তিলক। দুজনে মিলে গড়েন ১০৫ রানের জুটি। এই জুটি ভারতের সংগ্রহ পার করায় দুইশো রানের সংগ্রহ। দুজনের ব্যাটেই আসে অর্ধশতক। তিলক ৩০ বলে ও হার্দিক অর্ধশতক করেন মাত্র ১৬ বলে।

২৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে হার্দিক শেষ ওভারে বাউন্ডারিতে আটকা পড়েন ব্রাটম্যানের বলে। ৫টি করে চার ও ছক্কা মারেন তিনি। ২২০ রানে পতন হয় চতুর্থ উইকেটের।

ইনিংসের এক বল বাকি থাকতে ভারতের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৭৩ রান তিলক রানআউট হন দলীয় ২২৭ রানে। ইনিংসের শেষ বলে চার মেরে দলের সংগ্রহ ২৩১ রানে নিয়ে ১০ রানে অপরাজিত ছিলেন শিভম দুবে।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট গেছে করবিন বস্কের ঝুলিতে। সমান ১টি করে পেয়েছেন ব্রাটম্যান ও লিন্ডে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।