ছোট্ট ঝড় তুলে বিদায় সৌম্যের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৯

৩০২ রান কম নয়। অনেক। বিকেএসপি হলে বলা যেত আহামরি টার্গেট নয়। সাভারের বিকেএসপির পিচে এই রান তাড়া করে জেতার রেকর্ড ভুরি ভুরি। কিন্তু মিরপুরের শেরে বাংলায় ৩০০ + টার্গেট সব সময়ই কঠিন।

এই কঠিন চ্যালেঞ্জের মুখে শুরু ভালই হয়েছিল বাংলাদেশের। নাইম শেখ এক প্রান্তে, অন্য প্রান্তে সৌম্য সরকার। প্রাণ ফ্রুটো ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শুরু ছিল আশা জাগানিয়া।

বিজ্ঞাপন

বিধ্বংসী চেহারায় হাজির হয়েছিলেন সৌম্য। কিন্তু পাকিস্তানের দ্রুতগতির বোলার সামিন গুলকে পর পর দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে আউট হয়ে যান এই বাঁহাতি।

প্রথমে ওয়াইড লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা। ঠিক পরের বলেই এক্সট্রা কভারের মাথার ওপর দিয়ে এক ড্রপে চার। শেরে বাংলার গ্যালারিতে উত্তেজনা। সমর্থকরা নড়ে চড়ে বসলেন। আজ সৌম্য কিছু একটা করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ভাবতেই আউট সৌম্য। পরপর তৃতীয় বলে আবারো হাঁকাতে গেলেন অফ সাইডে। বল ব্যাটের কানা ছুঁয়ে চলে গেল প্রথম স্লিপে দাঁড়ানো হায়দারের হাতে। তিনি ধরতে এতটুকু ভুল করলেন না। আর তাতেই ২.৩ ওভারে ২৩ রানে ভাঙলো বাংলাদেশের উদ্বোধনী জুটিটি। ৬ বলে ১৫ করে আউট সৌম্য।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪.৫ ওভার শেষে বাংলাদেশ ইমার্জিং দলের রান ১ উইকেটে ৩৫। নাজমুল হোসেন শান্ত আর নাইম শেখ দুজনই সমান ১০ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।