একই দিনে দুই ভেন্যুতে খেলবে ইংল্যান্ডের জাতীয় দল!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০১ এপ্রিল ২০২০

করোনার প্রভাবে আর দশটা খেলার মতো ক্রিকেটও বন্ধ। আর্থিক ক্ষতি তো হচ্ছেই, যখন আবারও শুরু করা যাবে খেলা, তখন ক্ষতি পুষিয়ে ওঠতে ব্যস্ত সূচির মধ্যে পড়তে হবে।

মাঝে যে সময়টায় খেলা বন্ধ ছিল, সেই খেলাগুলো শেষ না করতে পারলে তো আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান সেটি ভালোই উপলব্ধি করতে পারছেন।

মরগান বরং মনে করছেন, প্রয়োজনে ইংল্যান্ডের দুটি জাতীয় দল একই দিনে আলাদা দুটি ভেন্যুতে খেলবে, তবু খেলা চালিয়ে যেতে হবে।

সামনে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ডের। করোনার প্রকোপ কমে গেলে জুনের দিকে হয়তো এই সিরিজ দুটির যে কোনো একটি আগে মাঠে গড়াবে। যে সিরিজে ইংলিশ দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক জো রুট।

জুলাইতে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেট সূচি আছে ইংল্যান্ডের। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের নেতৃত্ব দেবেন ইয়ন মরগান।

এমনই ব্যস্ত সূচি, টেস্ট সিরিজ শেষ হতে না হতেই হয়তো সীমিত ওভারে খেলতে নেমে যেতে হবে ইংল্যান্ডকে। হয়তো সিরিজগুলো সাংঘর্ষিকও হয়ে যেতে পারে।

তবে মরগান মনে করছেন, প্রয়োজনে ইংল্যান্ডের দুটি দল আলাদাভাবে একই সময়ে খেলবে। তবু এই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে।

বুধবার কনফারেন্স কলের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মরগান। সেখানে তিনি বলেন, ‘আমি মনে করি এই অস্বাভাবিক সময়ে যে কোনো উপায়ই হোক বের করতে হবে।’

‘অবশ্যই আমি এমন কোনো পরিস্থিতিতে আগে পড়িনি। মনে হয় না কেউই পড়েছে। আমার মনে হয় এই মারাত্মক পরিস্থিতি খেলাটায় আর্থিক যে প্রভাব ফেলছে, আমরা কখনও এটা দেখিনি।’

এর আগে ইংল্যান্ডে সব ধরনের ঘরোয়া ক্রিকেট আগামী ২৮ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি শুরু হওয়ার কথা ৪ জুন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন এই সংকট মোকাবেলায় ৬১ মিলিয়ন ইউরোর আর্থিক ভর্তুকি প্যাকেজ ঘোষণা করেছেন।

মরগানও জানালেন, খেলোয়াড়দের পক্ষ থেকে যতটা সম্ভব ক্ষয়ক্ষতি পুষিয়ে তোলার চেষ্টা করা হবে। ইংলিশ সীমিত ওভারের অধিনায়ক বলেন, ‘অবশ্যই খেলোয়াড়দের দিক থেকে দেখলে, আমা যতটা সম্ভব চালিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি সুযোগ থাকে, যতটা পারি খেলার চেষ্টা করব। আমি মনে করি, সব খেলোয়াড়ই তা করবে। আমি তো করবই। তবে সব কিছুই এখন পর্যন্ত অনিশ্চিত। যতদিন মহামারি না কমছে, আমরা আসলে খেলার কথা ভাবতে পারছি না।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।