সৌম্যর দ্রুততম সেঞ্চুরির ব্যাট, তাসকিনের হ্যাটট্রিক বলের নিলাম আজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৩ মে ২০২০

বিশ্বকাপে যে ব্যাট দিয়ে ঝড় তুলেছিলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সেই এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরির ব্যাটের নিলাম হয়ে গেছে আগেই। ২০ লাখ টাকায় সেই ব্যাট কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রিকেট অনুরাগি সৈয়দ ইমতিয়াজ রাজিব।

খুব শিগগির নিলামে উঠছে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহীমের ব্যাটও। যে ব্যাট দিয়ে ২০১৩ সালের ৮ মার্চ গলে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি (৪৩৭ মিনিটে ৩২১ বলে ২২ বাউন্ডারি ও এক ছক্কায় ২০০) হাঁকিয়েছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিক।

সব কিছু ঠিক থাকলে এ সপ্তাহের মধ্যেই হয়তো মুশফিকের ব্যাট নিলামে তোলা হবে। অন্যদিকে মোহাম্মদ আশরাফুলেরর ইংল্যান্ডের কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা সেই ব্যাটও সম্ভবত ১২ মে নিলাম হবে।

তার আগে আগমাী ৮ মে নিলাম হবে প্রয়াত দেশ বরেণ্য ফুটবলার ‘কিং ব্যাক মোনেম মুন্নার’ সেই জার্সি, যে জার্সি গায়ে ১৯৯৫ সালে মিয়ানমারে স্বাগতিকদের হারিয়ে ৪ জাতি ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। একই সাথে নিলামে উঠবে ফিফা ব্যাজধারি রেফারি তৈয়ব হাসানের জার্সিও।

এদিকে আজ রাতেই হবে অনুষ্ঠিত হবে আরেক নিলাম। আজ রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় নিলাম হবে সৌম্য সরকারের হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ক্যারিয়ারের এখন পর্যন্ত একমাত্র টেস্ট সেঞ্চুরির ব্যাটটি।

২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে নিউজিল্যান্ডের ধারালো ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ১৭১ বলে ২১ বাউন্ডারি আর ৫ ছক্কায় ১৪৯ রানের এই ব্যাট দিয়ে ঝড়ো শতক উপহার দিয়েছিলেন সৌম্য। টেস্টে বাংলাদেশের হয়ে সেটাই দ্রুততম সেঞ্চুরি (৯৪ বলে)।

সৌম্য সরকারের সেই ঝড়ো ইনিংস খেলা ব্যাটের পাশাপাশি আজ রোববার রাতে নিলামে উঠবে পেস বোলার তাসকিন আহমেদের সেই ‘হ্যাটট্রিক’ বল।

যা দিয়ে তিনি ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে পরপর তিন বলে তিন লঙ্কান অ্যাসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমাল এবং নুয়ান প্রদীপকে আউট করে অনবদ্য হ্যাটট্র্রিক উপহার দিয়েছিলেন।

সাকিবের ব্যাট যারা নিলামে তুলে দিয়েছেন সেই ‘অকশন ফর অ্যাকশনে’র অন্যতম সমন্বয়কারী আরিফ আর হোসেন জাগো নিউজকে আজ দুপুরে নিশ্চিত করেছেন, আজ (রোববার) রাতেই নিলামে উঠবে সৌম্যর ব্যাট আর তাসকিনের হ্যাটট্রিকের বল।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।