ক্রিকেটারদের বাসায় বাসায় গিয়ে হবে করোনা টেস্ট!
কথা ছিল ১৮ সেপ্টেম্বর থেকে সবার বাসায় বাসায় গিয়ে করোনা টেস্ট শুরু হবে। সেই টেস্টে যাদের নেগেটিভ রিপোর্ট আসবে- কেবল তারাই ২১ সেপ্টেম্বর থেকে অনুশীলনে যোগ দিতে পারবেন।
কিন্তু সে সিদ্ধান্ত পাল্টে গেছে। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে তিনজন সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় সতর্ক ও সাবধানি বিসিবি।
এখন ১৮ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ দিন এগিয়ে আনা হয়েছে ক্রিকেটারদের করোনা টেস্ট। আগামীকাল ৭ সেপ্টেম্বর সোমবার থেকেই শুরু হচ্ছে ক্রিকেটারদের কোভিড-১৯ এর স্যাম্পল কালেকশন।
সোমবার থেকে ক্রিকেটারদের বাসায় বাসায় গিয়ে শুরু হবে করোনার স্যাম্পল নেয়া। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান আজ রোববার পড়ন্ত বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়ে বলেন, ‘আমরা আগামীকাল ৭ সেপ্টেম্বর থেকেই ক্রিকেটারদের করোনা টেস্টট শুরু করবো। সব ক্রিকেটারের বাসায় গিয়ে নমুনা নিয়ে আসা হবে।’
প্রসঙ্গতঃ আগামী ২১ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরুর পরিকল্পনা রয়েছে বিসিবির। তারই প্রস্তুতি হিসেবে ক্রিকেটারদের এই করোনা টেস্ট।
এআরবি/আইএইচএস/এমএস