মুজিববর্ষ উপলক্ষে কুয়েতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৭ অক্টোবর ২০২০

উপসাগরীয় দেশ কুয়েতে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশটির আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি) এর উদ্বোধন করেন। শুক্রবার (২৩ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ও টুর্নামেন্ট উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- কুয়েত দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কাউন্সিলর জহিরুল ইসলাম খান, স্থানীয় নাগরিক ব্রিগেডিয়ার ইবরাহিম আল-ধাই, নাসের আল আজমি, হাতেম আল-রাশিদী, আব্দুল আজিজি রাশিদী।

jagonews24

এছাড়াও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের উপদেষ্টা হুমায়ূন কবির আলী, আতাউল গনি মামুন, মো. আকবর হুসেন, ফরিদ উদ্দিন, মইন উদ্দিন সরকার সুমন, আ হ জুবেদ, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেনসহ অনেকে।

২০টি ক্রিকেট দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে রাষ্ট্রদূত টুর্নামেন্ট আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজনে দূতাবাস সব সময় প্রবাসীদের সহযোগিতা করে যাবে। পাশাপাশি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।