জামালপুরে পুলিশ-সাংবাদিকের প্রীতি ক্রিকেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৯ মার্চ ২০২১

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে জামালপুর জেলা পুলিশ এবং জামালপুর জেলা প্রেসক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর পুলিশ লাইন্স মাঠে জামালপুর জেলা পুলিশ ও জামালপুর জেলা প্রেসক্লাব যৌথভাবে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে।

প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার মো: নাসির উদ্দিন আহমেদ। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সভপতিত্বে ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সাংবাদিক এম এ জলিল প্রমুখ।

খেলায় জামালপুর জেলা প্রেসক্লাবকে হারিয়ে দেয় জেলা পুলিশ। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।